ছবি : সংগৃহীত
ভিডিও কনটেন্ট বানানোর জন্য সন্তানদের নির্যাতনের অভিযোগে ভাইরাল ‘ক্রিম আপা’কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ‘ক্রিম আপা’ ওরফে শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত।
‘ক্রিম আপা’ মেকআপের কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করে। তিনি তার ছেলে, মেয়েদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের ভিডিও তৈরি করে পোস্ট করে। সাভারের বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমীন শিলার একটি বিউটি পার্লার আছে।
গত ৩ মার্চ ক্রিম আপার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।যেখানে দেখা যায়, ক্রিম আপা তার মেয়ে জিমকে জোর পূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হা করিয়ে অন্য হাতে জোর পূর্বক ভাবে মুখের ভিতর কেক জাতীয় খাবার দিচ্ছে। মেয়ে খেতে চাচ্ছিল না, এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভিতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন।
জানা যায়, টাকা আয়ের জন্য কখনো বাচ্চার মাথার চুল ন্যাড়া করে আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে টিকটক বানিয়ে সেই ভিডিও ফেসবুকে দেন শারমীন শিলা। তিনি ভিডিওতে কীভাবে ক্রিম ব্যবহার করতে হবে, তা জানান। এর বাইরে কী রান্না করছেন, কী খাচ্ছেন- এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। মেয়ে ভয়ে চুপ করে থাকে। কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায়।
এ নিয়ে গত ৬ এপ্রিল ‘একাই একশো’ নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়া বাংলাদেশের কিশোর সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন।
আরএস/



