Logo
Logo
×

আইন-আদালত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে

ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) বিরুদ্ধে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে মামলার শুনানির পর রিমান্ড আদেশ জারি হয়। শেরে বাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ ফারহান ইবনে গফুর মামলার তদন্তকারীদের হাজির করানোর পর ৫ দিনের রিমান্ডের আবেদন জানান, তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদনসহ রিমান্ড বাতিল চেয়েও আপিল করেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর শুনানিতে আদালত দুই কর্মীর ক্ষেত্রে তিন দিনের রিমান্ডের আদেশ জারি করেন। 

শেরে বাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার বিকালে পুলিশ গ্রেপ্তার করেন উক্ত দুইকে। জানা গেছে, ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন অভিযুক্তকে নিয়ে অভিযোগ উঠেছিল যে, তারা শেরে বাংলা নগর থানার এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের মিছিল করায়। পুলিশের উপস্থিতি উপলব্ধির সঙ্গে সঙ্গে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আসামিরা অভিযোগ করেন, এই কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে প্রাক্তন উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ দাবিকে সহায়তা করার ষড়যন্ত্রের অংশ। এ ঘটনায় ৪ এপ্রিল শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মামলা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন