যাত্রাবাড়ীতে গণহত্যা : এসি তানজিল-ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
জুলাই-আগস্টে গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকালে দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন এসি তানজিল ও ওসি আবুল হাসানের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।



