
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৮:০৪ এএম
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ছবি : সংগৃহীত
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।
দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের করা আবেদনে উল্লেখ করা হয়, এস এম পারভেজ তমাল চেয়ারম্যান পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যা দুদক বর্তমানে অনুসন্ধান করছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও জানানো হয়, পারভেজ তমাল বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে তাঁর বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতকে জানানো হয়। আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করেন।
এই আদেশের মাধ্যমে এস এম পারভেজ তমালের বিরুদ্ধে চলমান তদন্ত প্রক্রিয়া আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।