
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
জামিনে মুক্ত তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৫ পিএম

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী
দুইটি হত্যা মামলায় জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী।
সোমবার (২৪ মার্চ) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান।
কারাগার সূত্রে জানা গেছে, হাইকোর্ট ও ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে দুটি পৃথক হত্যা মামলায় জামিন পেয়েছেন শমসের মুবিন চৌধুরী। গত বছরের ১৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরদিন পল্টন থানায় যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় এবং পরে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর তিনি অবশেষে জামিনে মুক্তি পেলেন।