
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫১ এএম
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনার তদন্ত শেষ, জানাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, “আশুলিয়ায় ৫ আগস্টের ঘটনায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। এটি প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া কোনো মামলার সফল তদন্ত।”
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় পুলিশ, স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও ছাত্রলীগ-যুবলীগের গুলিতে অন্তত ৩১ জন নিহত হন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জন মারা যান। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে দেখা যায়—গুলিবিদ্ধ লাশগুলোকে পুলিশের ভ্যানে তোলা হয় এবং পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
ভিডিওতে আশুলিয়া থানার পাশের একটি জায়গার দৃশ্য দেখা যায়, যেখানে স্থানীয় রাজনীতিক আবুল হোসেনের পোস্টার ছিল। এই সূত্র ধরেই ঘটনার স্থান ও সময় নিশ্চিত করা হয়।
২০২৩ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়, যা পরবর্তীতে একটি মামলায় রূপান্তরিত হয়।
এরপর ২৪ ডিসেম্বর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি এখনও পলাতক। তবে মামলার অন্য অভিযুক্তদের মধ্যে—
- সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী
- সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম
- তৎকালীন ওসি এ এফ এম সায়েদ
- ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন
- এসআই মালেক
- কনস্টেবল মুকুল
— এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত শেষ হওয়ার পর এখন মামলার আইনি কার্যক্রম দ্রুত শুরু হবে। মানবতাবিরোধী এই অপরাধের বিচার দেশের আদালত ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে উঠতে পারে।