Logo
Logo
×

আইন-আদালত

আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার

আবরার ফাহাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের রায় রোববার (১৬ মার্চ) ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য তালিকাভুক্ত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ওই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারিক আদালতের রায় ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

আসামিরা তাদের দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ২০২২ সালের ২৬ জানুয়ারি হাইকোর্ট এসব আপিল শুনানির জন্য গ্রহণ করে। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মাধ্যমে ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি শুরু হয় এবং গত ২৪ ফেব্রুয়ারি তা শেষ হয়।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা শুনানিতে অংশ নেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, শিশির মনিরসহ অন্যান্য আইনজীবীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন