Logo
Logo
×

আইন-আদালত

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

আদালত চত্বরে বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে করা মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এরমধ্য দিয়ে তার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ অভিযোগ গঠনের আদেশ দেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। শুনানির সময় আসামিপক্ষ তাকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

২০২৩ সালের ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন। নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্তের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

এই মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই নির্ধারিত হবে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন