Logo
Logo
×

আইন-আদালত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ১৫ জানুয়ারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ১৫ জানুয়ারি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ১৫ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ বুধবার (১৫ জানুয়ারি) রায় ঘোষণা করবেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে এই দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবি ব্যারিষ্টার কায়সার কামাল আশা প্রকাশ করেছেন যে, এই মামলায় খালেদা জিয়াসহ সকল আসামি ন্যায়বিচার পাবেন। তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং তৎকালীন আদালতের বিচারক প্রতিহিংসার অংশ হিসেবে খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন।

কায়সার কামাল আরও জানান, খালেদা জিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য উচ্চ আদালত সাজার রায় বাড়িয়েছিল। বিগত সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এমনটা করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন এবং সাজা স্থগিত করেন। একইসঙ্গে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন এবং মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ হাইকোর্টে আপিল করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ-টু আপিল করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন