আমির হামজার বিরুদ্ধে এবার ঝিনাইদহে মামলা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানির মামলা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলটি দায়ের করেন বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আব্দুল আলিম।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী তারিখ ৬ এপ্রিল ২০২৬।
মামলার বিবরণে বাদী অভিযোগ করেছেন- মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্রূপমূলক ও অবমাননাকর মন্তব্য করেছেন মুফতি আমির হামজা। তিনি (বাদী) আরও অভিযোগ করেছেন মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়েও মন্তব্য করেছেন আমির হামজা। তার (আমির হামজা) মন্তব্যের (বক্তব্য) ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মরহুম কোকো একজন জাতীয় ব্যক্তিত্ব এবং মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন সম্মানিত নাগরিক। তাদের নাম পরিচয় ও মর্যাদা বিকৃত করে জনসম্মুখে বক্তব্য দেওয়া স্পষ্টতই শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে বাদী মামলার বিবরণে উল্লেখ করেছেন। বিকৃত কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে মরহুম বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সম্মান সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন বাদী।
আসামির (আমির হামজা) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দানের জন্য আবেদন জানান মামলার বাদী আব্দুল আলিম।
শুনানি শেষে আদালত পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।



