Logo
Logo
×

আইন-আদালত

সাগর-রুনি হত্যা মামলা: ১২৩ বার পেছাল তদন্ত প্রতিবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

সাগর-রুনি হত্যা মামলা: ১২৩ বার পেছাল তদন্ত প্রতিবেদন

ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ইতোমধ্যে ১২৩ বার তারিখ পিছিয়েছে। সর্বশেষ সোমবার (৫ জানুয়ারি) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির হয়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হন। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আগামী ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

প্রথমে শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক তদন্তভার পান। পরে ডিবি, র‌্যাব এবং সর্বশেষ পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। রহস্য উদঘাটনে ব্যর্থ হয়ে একাধিকবার তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়। হাইকোর্টের নির্দেশে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ থাকলেও এখনো প্রতিবেদন দাখিল করতে পারেনি টাস্কফোর্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন