প্রথম আলো থেকে লুট করা টাকায় টিভি-ফ্রিজ কেনেন নাইম: ডিএমপি
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। লুটের নগদ টাকা ও সেই টাকায় কেনা টিভি–ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করার কথা জনিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার এক ব্যক্তির কাছ থেকে লুটের নগদ ৫০ হাজার টাকা ও লুট করা টাকা দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গণমাধ্যমের ওপর ন্যক্কারজনক হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো– মো. নাইম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত নাইমের কাছে লুটের নগদ ৫০ হাজার টাকা পাওয়া গেছে। এছাড়া প্রথম আলো কার্যালয় থেকে লুট করা টাকায় নাইমের কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



