Logo
Logo
×

আইন-আদালত

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধ ছিল: আপিল বিভাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধ ছিল: আপিল বিভাগ

আপিল বিভাগ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের পথ চূড়ান্তভাবে বন্ধ হলো।

গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট শিশির মনির।

এর আগের দিন মঙ্গলবার লিভ টু আপিলের শুনানিতে শিশির মনির বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই রাষ্ট্রীয় বৈধতার মূল ভিত্তি।

গত ১২ নভেম্বর শুনানিতে আদালত সম্পর্কে মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। পরে এ বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চান আপিল বিভাগ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট তা খারিজ করে জানায়, জনগণ বৈধতা দিয়েছে বলেই এ সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই লিভ টু আপিল করা হয়েছিল, যা এবার আপিল বিভাগে খারিজ হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন