শেখ রেহানার পূর্বাচলে প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ সিদ্দিকসহ একাধিক আসামির সাজা দিয়েছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ রেহানাকে ৭ বছর, টিউলিপ সিদ্দিককে ২ বছর এবং শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার নামে বরাদ্দ প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসন সুবিধা থাকা সত্ত্বেও বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপের প্রভাবে ভুয়া হলফনামা তৈরি করে প্লট বরাদ্দ নিয়েছেন। আদালত আরও বলেন, আসামিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের বিচার করতে কোনো বাধা নেই।
এ মামলায় আরও ৫ বছরের সাজা পেয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও পরিচালকসহ মোট ১৪ জন। তাদের মধ্যে একজন কারাগারে আটক রয়েছেন, বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ছয়টি মামলা করে। এর মধ্যে চারটির রায় ঘোষণা হলো। এর আগে গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।



