প্লট দুর্নীতি মামলা
শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর, টিউলিপ সিদ্দিকের ২ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাতিজি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (১ ডিসেম্বর) বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।
রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে (টিউলিপ সিদ্দিক) ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িত রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের ১২ কর্মকর্তাকেও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
খালাস পেয়েছেন ১২ জন, যাদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউকের একাধিক সাবেক সদস্য ও কর্মকর্তারা।
রায় ঘোষণার সময় একমাত্র হাজির ছিলেন কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। অন্য সব আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৫ নভেম্বর যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আদালত রায় পড়া শুরু করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁর বোন শেখ রেহানার নামে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে একটি প্লট বরাদ্দ দেন। অভিযোগে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিক প্লট বরাদ্দে প্রত্যক্ষ প্রভাব খাটান এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ অনুমোদন করেন।
দুদক গত জানুয়ারিতে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬টি মামলা করে। এর মধ্যে তিনটির রায় ঘোষণা হয়েছে গত ২৭ নভেম্বর—যেখানে শেখ হাসিনা মোট ২১ বছরের কারাদণ্ড পান। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও পৃথক মামলায় ৫ বছর করে সাজা পেয়েছেন।
ছয় মামলার অভিযোগপত্র আদালতে জমা পড়ে গত ২৫ মার্চ। আজ ঘোষিত রায় সেই ধারাবাহিকতার আরেকটি বড় পর্ব হিসেবে সামনে এল।



