পূর্বাচল প্লট দুর্নীতি
শেখ হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ জনের মামলার রায় আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ভগ্নিপিতা এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম। গত ২৫ নভেম্বর যুক্তিতর্ক শেষে আদালত আজকের দিন নির্ধারণ করেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং রাজউকের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গত ৩১ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
এর আগে ১২–১৪ জানুয়ারি দুদক শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও অন্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করে। এর মধ্যে তিনটির রায় গত ২৭ নভেম্বর ঘোষণা করা হয়—যেখানে শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক দুটি মামলায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে দণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজউকের বেশ কিছু কর্মকর্তাও দণ্ডিত হয়েছেন।
অভিযোগপত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে শেখ রেহানাকে একটি প্লট বরাদ্দ দেন। দাবি করা হয়, শেখ রেহানা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না। অভিযোগে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিক প্লটটি বরাদ্দ দিতে বিশেষ প্রভাব খাটান, আর দায়িত্বপ্রাপ্ত রাজউক কর্মকর্তারা ব্যক্তিগত সুবিধার আশায় নিয়ম না মেনে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করেন।
এই মামলার বাইরে পূর্বাচলের প্লট বরাদ্দ সংক্রান্ত আরও দুটি মামলা বিচারাধীন—একটি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, অন্যটি মেয়ে আজমিনা সিদ্দিককে কেন্দ্র করে। রাদওয়ানের মামলায় সাক্ষ্য গ্রহণ আজ ১ ডিসেম্বর এবং আজমিনার মামলায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



