Logo
Logo
×

আইন-আদালত

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বলেছেন আদালত।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানিনা’ এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। বিএনপি নেতা ফজলুর রহমানের কি ওকালতির লাইসেন্স আছে কিনা সে প্রশ্নও করেন তিনি।

এর আগে, গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

অভিযোগে বলা হয়েছে, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন