Logo
Logo
×

আইন-আদালত

আবু সাঈদ হত্যার মামলায় আজ ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

আবু সাঈদ হত্যার মামলায় আজ ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আজ দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হতে পারে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। তিনি ১২ নম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে পাঠাতে তিনি ও আরও কয়েকজন মিলে রিকশায় তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রংপুরের তৎকালীন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন শিক্ষক-কর্মচারীর নামও উল্লেখ করেন তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম, আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম ও সুলতান মাহমুদসহ অন্যরা।

এর আগে সাক্ষ্যগ্রহণ একাধিকবার পিছিয়েছে। ৪ নভেম্বর সাক্ষী হাজির না হওয়ায় সময় বাড়ানো হয়। একইভাবে ২১ অক্টোবর ও ১৩ অক্টোবরও সাক্ষ্যগ্রহণ স্থগিত হয়।

গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন। ২৯ সেপ্টেম্বর অষ্টম দিনে তিনজন সাক্ষ্য দেন। ২১ সেপ্টেম্বর সিয়াম আহসান আয়ান গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ঘটনার বর্ণনা দেন।

এ ছাড়া ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমানকে জেরা করা হয়। ৯ সেপ্টেম্বর তিনি ও এসআই মো. তরিকুল ইসলাম সাক্ষ্য দেন। ৭ সেপ্টেম্বর ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক জবানবন্দি দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন