Logo
Logo
×

আইন-আদালত

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

ছবি : সংগৃহীত

মানিলন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দের আবেদন করলে শুনানি শেষে গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮২১ একর, কক্সবাজার সদরে ২.১২০০ একর এবং চকরিয়া সদরে ০.৯৬৭৫ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে জানা যায়, তারা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্তের স্বার্থে জব্দ করা জরুরি।

দুদক জানিয়েছে, অনুসন্ধান চলমান রয়েছে এবং সম্পদ স্থানান্তর হয়ে গেলে তা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। এজন্য আদালতের মাধ্যমে জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন