শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। পটপরিবর্তনের পর তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, এবং নোটিশ জারি করলেও তারা আত্মগোপনে থাকায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুদকের পক্ষ থেকে আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ৪২ জনকে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, পতিত সরকারের রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে।
দুদক জানিয়েছে, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



