Logo
Logo
×

আইন-আদালত

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। তাই এসব প্যাডের গুণগত মান যাচাই করতে একটি স্বাধীন কমিটি গঠন প্রয়োজন।

এদিকে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ফার্মগেট এলাকায় হাঁটার সময় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে ভারী ধাতব বস্তু (বিয়ারিং প্যাড) নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বিয়ারিং প্যাডের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে, যা নিয়েই হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন