Logo
Logo
×

আইন-আদালত

প্রতারণা মামলা

ভারতীয় নাগরিক জগদীশের জামিন নামঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম

ভারতীয় নাগরিক জগদীশের জামিন নামঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তাকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হাসান চার দিনের রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করে জগদীশ সিংকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে রবিবার রাত ১১টার দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে জগদীশ সিংকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। প্রায় ১০ থেকে ১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে গুলশান ও উত্তরায় বসবাস শুরু করেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণখান থানার আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।

এই ঘটনায় গত ১৮ এপ্রিল লাম মীম এপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, জগদীশ সিংসহ কয়েকজন পরিকল্পিতভাবে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের উদ্দেশ্যে ভুয়া নথি তৈরি করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা চালান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন