Logo
Logo
×

আইন-আদালত

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১২ দপ্তরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১২ দপ্তরে

ছবি : সংগৃহীত

গুমের অভিযোগে দায়ের করা দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে জানানো হয়, এসব পরোয়ানা আইজিপি এবং সংশ্লিষ্ট ১২টি সামরিক ও গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলে ট্রাইব্যুনাল-১ থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আনুষ্ঠানিকভাবে আইজিপি ও ১২টি দপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো হলো: চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল, ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস, কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

এর আগে বুধবার সকালে টিএফআই সেলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসি সেলে গুমের ঘটনায় আরও একটি মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে প্রসিকিউশন পক্ষ থেকে এ দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন এখনো কর্মরত রয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্তরা আর কোনো পদে থাকতে পারবেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন