কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, মিলন মিয়া (২৬), হান্নান মিয়া(৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫), রুবেল মিয়া (২৭)।
পুলিশ জানায়, সম্প্রতি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবনতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন চর এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেলের উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



