এস আলম ও তার ভাইদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম
ছবি : সংগৃহীত
ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি, এবং বর্তমানে এসব ঋণ একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। ফলে ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে।
চট্টগ্রামভিত্তিক এই ব্যবসায়ী গোষ্ঠী ২০১৭ সালের পর আরও সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
এদিকে সাইফুল আলম ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে রয়েছে সাইফুল আলমের ৪০টি ব্যাংক হিসাব, স্ত্রী ফারজানা পারভীনের ছয়টি, তিন ছেলের মোট ১৫টি, শ্যালক ও বোনের আরও কয়েকটি হিসাব।
এর আগে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হাজার হাজার কোটি টাকার শেয়ার, জমি ও ব্যাংক হিসাব জব্দের একাধিক আদেশ দিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও জার্সিতে থাকা কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।
এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান তদন্ত ও আইনি পদক্ষেপে দেশের অন্যতম আলোচিত অর্থনৈতিক দুর্নীতির চিত্র উঠে এসেছে, যা দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।



