রাখাইনে পাচারকালে নিত্যপণ্যসহ আটক ১০
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি-যুগের চিন্তা
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ট্রলার যোগে পাচারকালে বিপুল পরিমান নিত্যপণ্যসহ ১০ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা চোরাইপণ্যের বিনিময়ে পাচারকারিরা মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্যের চালান নিয়ে আসার কথা ছিল।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন,কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তবে পাচারকারিদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান তিনি।
সিয়াম-উল-হক বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগর এলাকা দিয়ে সংঘবদ্ধ একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও মদ সহ অন্যান্য মাদকদ্রব্যের চালান পাচারের খবর পায় কোস্ট গার্ড।এতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
পাচারকারিরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। পরে ট্রলারে থাকা ১০ পাতারকারিকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা ১০ হাজার কেজি ডাল, ১ লক্ষ ৫০ হাজারটি মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রঁসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার এনার্জি ড্রিঙ্কসের বোতল, ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।
জব্দ করা এসব নিত্যপণ্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা। “ জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।



