কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন সমপন্ন
রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো. তাজুল বিজয় লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ শত ৪৯ টি এর কাস্টিং ভোট ২ শত ৪১ টি।
উক্ত নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসমিন আলী সরকার ভোট পেয়েছেন ১ শত ০৭টি, অপরদিকে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম ১ শত ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডভোকেট আবুল কাশেম ভোট পেয়েছেন ১ শত ১২টি। অপরদিকে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার তাজুল ইসলাম ১শত ২০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাতিল পড়েছে ৭ টি।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সরদার মো:তাজুল ইসলাম জানান জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি।সকল আইনজীবীদের কে সাথে নিয়ে এবারের উন্নয়ন কাজ চলে যাবে।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট তাঁদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।



