Logo
Logo
×

আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি করার আবেদন করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, "আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন"।

সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিরুদ্ধে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের একটি মামলার তদন্ত চলছে, যেখানে ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ অর্ধশতাধিক কর্মকর্তা জড়িত।

বাংলাদেশের আদালত ইতোমধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন।

এছাড়া গত ৫ মার্চ আদালতের এক আদেশে সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়, যেখানে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনের ভিত্তিতে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দিয়েছেন আদালত।

এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এই মামলার অগ্রগতি দুর্নীতি দমনে আইনি পদক্ষেপের দৃঢ়তা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরছে, যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন