ছবি-যুগের চিন্তা
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনিতে অভিযান চালানো হয়৷ এসময় দুইজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।
আটকরা হলেন- বাশফোঁড় কলোনির হরিজন রনি (৩৫) ও হরিজন শান্ত (২৫)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ঘর ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ ও ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকের পর তারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



