ছবি-সংগৃহীত
বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কারাগার থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক ৬ মন্ত্রীসহ নয়জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামিদের কারাগার থেকে হাজিরা নেন।
এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার তারেক জুবায়ের বলেন, ‘বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর উপস্থিতিতে কারাগারে থাকা বিশেষ আসামিদের ভার্চুয়ালি হাজিরা নেওয়া হয়েছে। এদের মধ্যে কাশিমপুর কারাগার, বিশেষ কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের অনলাইনে যুক্ত করা হয়।
নাম ধরে ডাকলে আসামিরা উঠে হাত উঁচিয়ে উপস্থিত নিশ্চিত করেন।’
আসামিরা হলেন— সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম ও পুলিশের সাবেক কনস্টেবল শোয়াইবুর রহমান।



