Logo
Logo
×

আইন-আদালত

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ ২৯ জনকে অব্যাহতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ ২৯ জনকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

এক যুগ আগে রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ মামলাটি প্রত্যাহারের আবেদন করলে শুনানি শেষে আদালত সব আসামিকে দায়মুক্ত ঘোষণা করেন। শুনানিকালে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু আদালতে উপস্থিত ছিলেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি নেতা মীর সরাফত আলী সপু

ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব

যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার

যুবদল নেতা হামিদুর রহমান হামিদ

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শান্তিনগরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

আদালতের এই রায়কে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ দেখা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন