Logo
Logo
×

আইন-আদালত

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দেন। মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে ৩৬ নম্বর সাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর জবানবন্দি দেন। তিনি শেখ হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়েছে বলে দাবি করে ক্ষমা চান, এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।

সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে, এবং শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশন পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে

তথ্যসূত্র: ২,০১৮ পৃষ্ঠা

জব্দতালিকা ও প্রমাণাদি: ৪,০০৫ পৃষ্ঠা

শহীদদের তালিকা: ২,৭২৪ পৃষ্ঠা

সাক্ষী তালিকায় রয়েছেন ৮১ জন, এবং গত ১২ মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়।

এই মামলার অগ্রগতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরকাড়া হয়ে উঠেছে, এবং সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়া আরও গতি পেতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন