অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১২ বিচারপতি স্থগিত, চারজনের বিরুদ্ধে তদন্ত চলমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
ফাইল ফটো
‘ফ্যাসিস্টের দোসর’ ও নানা অনিয়মের অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে এখনও চারজনের বিষয়ে তদন্ত চালাচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি ওই ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে তারা বিচারকাজে অংশ নিতে পারেননি।
এই তালিকা থেকে এখন পর্যন্ত কয়েকজন বিচারপতি অবসর গ্রহণ করেছেন, কেউ কেউ পদত্যাগ করেছেন, আবার কারও নিয়োগ আর নবায়ন করা হয়নি। সর্বশেষ গত ৩১ আগস্ট বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেন, যা রাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর গ্রহণ করেন।
এছাড়া বিচারপতি শাহেদ নূরউদ্দিন চলতি বছরের ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অতিরিক্ত বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে পদ হারান। বিচারপতি মো. আতাউর রহমান খান (৩০ ডিসেম্বর) ও বিচারপতি আশীষ রঞ্জন দাস (৩০ জানুয়ারি) চাকরিকাল পূর্ণ করে অবসর নেন।
অন্যদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে বিচারপতি খিজির হায়াত (১৮ মার্চ) এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে (২১ মে) রাষ্ট্রপতি অপসারণ করেন।
বর্তমানে চার বিচারপতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।



