জুলাই আন্দোলনের মামলায় চাঁদাবাজির অভিযোগে তিন সমন্বয়ক কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় তিন সমন্বয়ককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন:
এএইচএম নোমান রেজা
তানজিল হোসেন
ফারিয়া আক্তার তমা
উত্তরা পশ্চিম থানা প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানান, তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের “সমন্বয়ক” পরিচয় দেন। তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিবারটি সাড়ে ৫ লাখ টাকা প্রদান করে, বাকী সাড়ে ৪ লাখ টাকা বিকেল ৪টার মধ্যে দিতে বলা হয়, অন্যথায় ক্ষতির হুমকি দিয়ে চলে যান।
পরদিন পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। এরপর শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে এএইচএম নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তদন্ত চলছে, এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।



