Logo
Logo
×

আইন-আদালত

প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সকাল ৯টা ৩৬ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয় খায়রুল হককে, পরে তাকে হাজতখানায় রাখা হয় এবং সকাল ১০টা ৩২ মিনিটে এজলাসে তোলা হয়।

আসামিপক্ষের আইনজীবী মোনাইম নবী শাহিন জামিনের আবেদন করেন, তবে দুদকের আইনজীবী হাফিজুর রহমান তার বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন, যেখানে খায়রুল হকসহ ৮ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য আ.ই.ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভুইয়া, এম মাহবুবুল আলম এবং নাজমুল হাই।

অভিযোগে বলা হয়, রাজধানীর নায়েম রোডে পৌনে ১৮ কাঠা জমির ওপর পৈতৃক বাড়ি থাকা সত্ত্বেও, প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে মিথ্যা তথ্য ও প্রতারণার মাধ্যমে রাজউকের ১০ কাঠা প্লট বরাদ্দ নেন খায়রুল হক। তিনি বরাদ্দের শর্ত ভঙ্গ করে সুদবিহীনভাবে কিস্তির টাকা জমা দেন, যার ফলে সরকারের ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকার ক্ষতি হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে যুবদল কর্মী হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৩০ জুলাই জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন