Logo
Logo
×

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী মামুনের জেরা আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী মামুনের জেরা আজ

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হবে।

এর আগে ২ সেপ্টেম্বর মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে বলে দাবি করেন এবং নিজের দায় স্বীকার করে শহীদ ও আহত পরিবারসহ দেশবাসীর কাছে ক্ষমা চান।

এই মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাদের অধিকাংশই শেখ হাসিনা ও কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন