সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
ছবি : সংগৃহীত
বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করবেন।
গত ১৩ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম।
রিটটি দায়ের করা হয় ২০২৪ সালের ২৫ আগস্ট, যেখানে ১০ জন আইনজীবীর পক্ষে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্ট রুল জারি করে জানতে চায়—বর্তমান সংবিধানের সংশোধিত ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
বর্তমানে প্রযোজ্য ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। অথচ ১৯৭২ সালের মূল সংবিধানে এই দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল।
এই অনুচ্ছেদের মাধ্যমে বিচার বিভাগের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধির ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব রয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের রায় বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।



