Logo
Logo
×

আইন-আদালত

জালিয়াতির অভিযোগে সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজা চাকরিচ্যুত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম

জালিয়াতির অভিযোগে সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজা চাকরিচ্যুত

ছবি-সংগৃহীত

নানা অনিয়ম, জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর দায়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং ৪২/২০২৩) দায়ের করা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ডস্বরূপ চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়। সরকারি কর্মকমিশনের মতামতও স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে আসে।

রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মচারী (শৃঙ্খলাআপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) মোতাবেক ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তদন্তে প্রমাণিত প্রধান অভিযোগগুলো হলো

২০১২ সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করার পরও ২০১৩ সালের জুনে বিষয়টি গোপন রেখে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে পুনরায় যোগদান।

অনুপস্থিতির সময়ে কোনো ছুটি না নেওয়া ও হাজিরা খাতায় সই না করা।

২০০৪ সালে গৃহকর্মী নির্যাতনের মামলায় চার মাস এক দিন কারাভোগের তথ্য গোপন করা।

২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত উত্তর আমেরিকা রেডিওলজি সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্রে জালিয়াতি।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন