Logo
Logo
×

আইন-আদালত

জুলাই গণহত্যা

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুেদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুেদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করছেন।

এর আগে ২৬ আগস্ট নবম দিনে পাঁচজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ২৯ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন চিকিৎসক, আহত ভুক্তভোগী, শহীদদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করছেন।

এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় গত ১০ জুলাই। প্রসিকিউশন পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি ৮,৭৪৭ পৃষ্ঠার বিশাল নথি, যার মধ্যে তথ্যসূত্র রয়েছে ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠা। সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ৮১ জনকে।

সাবেক আইজিপি মামুন এই মামলায় আসামি হলেও নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার উপস্থিতিতেই সাক্ষীরা জবানবন্দি দিচ্ছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত প্রতিবেদন গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়। মামলার অগ্রগতি ও সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন