Logo
Logo
×

আইন-আদালত

ডিআইজি মোজাম্মেল দম্পতির অবৈধ সম্পদ শনাক্ত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম

ডিআইজি মোজাম্মেল দম্পতির অবৈধ সম্পদ শনাক্ত

ছবি-সংগৃহীত

স্ত্রী ফারজানা মোজাম্মেলসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হকের প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়—

গাজী মো. মোজাম্মেল হক ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অ্যান্টি-টেররিজম ইউনিটে কর্মরত।

দীর্ঘ কর্মজীবনে তার বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা।

অথচ অর্জিত সম্পদ রয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। অর্থাৎ তার নামে ১১ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ শনাক্ত হয়েছে।

ফারজানা মোজাম্মেলের নামে মোট সম্পদ পাওয়া গেছে ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার টাকা।

এর মধ্যে বৈধ আয়ের উৎস ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা। তার নামে ২ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ আয়ের উৎস ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে মোজাম্মেল দম্পতির বিরুদ্ধে মামলা করা হবে।

এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে মোজাম্মেল, তার স্ত্রী ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন