নারায়ণগঞ্জে দলিল লেখক হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম
ছবি-সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে (৩০) যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আদালত উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান,হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।



