Logo
Logo
×

আইন-আদালত

রাজউক প্লট দুর্নীতি মামলা

শেখ রেহানার মিথ্যা হলফনামার অভিযোগ আদালতে উত্থাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

শেখ রেহানার মিথ্যা হলফনামার অভিযোগ আদালতে উত্থাপন

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের তিন কর্মকর্তা—উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী সাক্ষ্য দেন।

তারা আদালতে তিনটি হলফনামা উপস্থাপন করেন, যেখানে দেখা যায়, শেখ হাসিনার বোন শেখ রেহানা নিজ ও দুই সন্তানের নামে প্লট বরাদ্দ নিতে রাজউকে মিথ্যা তথ্য দিয়েছেন। হলফনামায় দাবি করা হয়, তাদের ঢাকা বা নারায়ণগঞ্জের আশপাশে কোনো বাড়ি বা সম্পত্তি নেই, অথচ বাস্তবে তাদের ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে তারা নিজেদের ‘অসহায়’ দাবি করে প্লট বরাদ্দের আবেদন করেন।

দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানিয়েছেন, এই তিন কর্মকর্তা পৃথক তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তিন বাদী সাক্ষ্য দেন। গত ৩১ জুলাই আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্লট বরাদ্দের অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ছয়টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অযোগ্যভাবে অর্জিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন