Logo
Logo
×

আইন-আদালত

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ মামলা খারিজ

Icon

আদালত প্রতিনিধি :

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পিএম

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ মামলা খারিজ

ছবি-সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

গত সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭এ ভুক্তভোগী এই মামলা করেন। বিচারক সাবেরা সুলতানা খানম বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে মামলাটি খারিজের আদেশ দেন। বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।

আদালত বলেন, বাদী ক্যান্টনমেন্টের নিরাপদ এলাকায় থাকেন। সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। মামলার আরজিতে জোরপূর্বক ধর্ষণের কথা বলা হলেও বাদী চিৎকার করেননি বা কাউকে জানাননি। বরং তিনি জবানবন্দিতে উল্লেখ করেছেন, আশরাফুজ্জামান তাকে বিয়ে করেছেন এবং স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক হয়।

প্রথম স্বামীকে তালাক দেওয়ার পরদিন বিয়ে করায় আইনি বৈধতা না থাকলেও, উভয়ের সম্মতিতে সম্পর্ক হওয়ার কারণে এটি ধর্ষণ হিসেবে গণ্য হয় না বলে আদালত রায়ে উল্লেখ করেন। বাদী কোনো চিকিৎসা সনদও দাখিল করেননি। ফলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এটি ধর্ষণ প্রমাণিত নয়।

বাদীর অভিযোগে বলা হয়, স্বামী কোর্ট মার্শালের পর জেলে যাওয়ার সময় তিনি ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস শুরু করেন। আশরাফুজ্জামান নিরাপত্তার আশ্বাস দিলেও গত ৭ জুন রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর মেয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

পরদিন বাদীকে ডিভোর্স দিতে বাধ্য করে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করা হয়। পরে তিনি গর্ভবতী হলে আসামিরা গর্ভপাত ঘটানোর চেষ্টা ও শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে ২৫ জুলাই তার গর্ভপাত হয়। এছাড়া গত ১০ আগস্ট বাদী ও তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে বাসা ছাড়তে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ ছিল।

মামলায় আশরাফুজ্জামানের স্ত্রী ফারহানা আশরাফ সুমি এবং তার বোন নাসিমা পারভীন পলিকেও আসামি করা হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন