Logo
Logo
×

আইন-আদালত

বিস্ফোরক মামলায় বিএনপি ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিল আদালত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম

বিস্ফোরক মামলায় বিএনপি ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিল আদালত

ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জন নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবদিন ফারুক, আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল মামলাটি করেন, যাতে বিএনপি মহাসচিবসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়।

তদন্ত শেষে উপপরিদর্শক মামুন হাসান ২১ অক্টোবর আদালতে দুটি পৃথক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে ৬৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে ১৮ ডিসেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির আদেশ দেন এবং বিস্ফোরক আইনের প্রতিবেদনটি দায়রা জজ আদালতে বদলি করা হয়। আজ সেই প্রতিবেদন গ্রহণ করে চূড়ান্তভাবে অব্যাহতির আদেশ দেওয়া হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন