এসআই সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দিয়েছিলেন, যা নিয়ে শহীদ পরিবারের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দায়ের করা মামলায় হাইকোর্ট পুলিশের একজন সদস্যকে জামিন দিয়েছেন। এতে পরিবারটি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, জুলাই-আগস্টে চলমান রাজনৈতিক আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম নিহত হন, যার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় এসআই সাজ্জাদ-উজ্জামানকে আসামি করা হয়।



