Logo
Logo
×

আইন-আদালত

বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:১০ পিএম

বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি-যুগের চিন্তা

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । গতকাল রবিবার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ডে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় রায়পুরা থানার একটি মামলায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের নামে ওয়ারেন্ট ছিল। আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা সিলেট সড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন