Logo
Logo
×

আইন-আদালত

সাবেক হুইপ স্বপন এবং তার স্ত্রীর বিদেশ গমন নিষেধ

Icon

আদালত প্রতিনিধি :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম

সাবেক হুইপ স্বপন এবং তার স্ত্রীর বিদেশ গমন নিষেধ

ছবি-সংগৃহীত

জয়পুরহাটআসনের সাবেক সংসদ সদস্যজাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে মেয়ে নুযায়মা মাহমুদসহ তাদেরনামীয় ৬২ কোম্পানির বিনিয়োগও অবরুদ্ধ এবং স্বপন দম্পতির সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত কাজ চলমান থাকায় আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

অবরুদ্ধ এবং জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে স্বপনের ২৮ টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির দুই লাখ ২১ হাজার ৫৬৪ টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে। তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা দুই কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি জব্দের আদেশ দেয়া হয়েছে।

এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩ টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন