Logo
Logo
×

আইন-আদালত

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

ছবি-যুগের চিন্তা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আরিয়া ইউনিয়নে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু ‘মেসার্স নূর কৃষি ভান্ডার’-এর মালিক কৃষকদের কাছ থেকে প্রতিটি বস্তা ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি করছিলেন। এতে প্রতিটি বস্তায় কৃষকদের কাছ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, “কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে।”

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা প্রসিকিউশন দেন। এছাড়া কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন