Logo
Logo
×

আইন-আদালত

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় অর্থ-ফ্ল্যাট বিতরণের অভিযোগ তদন্তে দুদককে লিগ্যাল নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ পিএম

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় অর্থ-ফ্ল্যাট বিতরণের অভিযোগ তদন্তে দুদককে লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার পেছনে নগদ অর্থ ও ফ্ল্যাট বিতরণের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।

আইনজীবী জানান, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।

এর আগে শনিবার (১৬ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে দিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ পান জাবেদ পাটোয়ারী। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের বিনিময়ে জাবেদ পাটোয়ারীর নেতৃত্বাধীন ১২৩ সদস্যের দলকে রাজধানীর বিভিন্ন এলাকায় একটি করে ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে পুরস্কার দেন। এসব তথ্য পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতে পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকায় শেখ হাসিনা দাবি করেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে। তবে এসবির একাধিক নথিতে দেখা যায়, বইটি লিখেছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন একটি দল। শেখ হাসিনার আনুগত্য নিশ্চিত করতে তারা এই কাজ করেন বলে দাবি করা হয়।

এর ফলস্বরূপ ২০১৮ সালে জাবেদ পাটোয়ারী আইজিপি পদে নিয়োগ পান। বই লেখায় অংশ নেওয়া ১২৩ জন সদস্যকে ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ অর্থ দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এই বিতরণ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রতিবেদন আরও দাবি করে, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে বলেন, ২০১৮ সালের রাতের ভোট অনুষ্ঠিত হয়েছিল জাবেদ পাটোয়ারীর পরামর্শে।

এই অভিযোগের ভিত্তিতে দুদকের কাছে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন