Logo
Logo
×

আইন-আদালত

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের নির্দেশ

ছবি : সংগৃহীত

২৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে চাকরি দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়োগ কার্যকরের নির্দেশ দেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন ও অ্যাডভোকেট মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

রায়ে বলা হয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। দীর্ঘ আইনি লড়াই শেষে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রাখায় আবেদনকারীদের পক্ষে রায় কার্যকরের পথ সুগম হলো।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তবে ওই বছরের ৩০ মে উপদেষ্টা পরিষদ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর পিএসসি দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয় এবং ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর ৩ হাজার ২২৯ জনকে উত্তীর্ণ ঘোষণা করে নিয়োগ দেয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়োগবঞ্চিতরা হাইকোর্টে রিট করেন। দুটি পৃথক বেঞ্চ ভিন্নমত দেয়—একটি দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ, অন্যটি অবৈধ ঘোষণা করে। পরে সরকার ও আবেদনকারীরা পৃথকভাবে লিভ টু আপিল করেন। ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে বৈধ ঘোষণা করে রায় দেন।

তবে রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের পক্ষে ১৪০ জন। তাদের যুক্তি ছিল, দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার বহির্ভূত এবং পিএসসি আইনেও এর বিধান নেই।

সর্বশেষ আপিল বিভাগ রিভিউ শুনানি শেষে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। সরকারকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন